আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আগুন, পাঁচ ইউনিট বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ডের ট্রান্সফরমার বুশে আগুন লেগে একযোগে পাঁচটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ ২৮৮ মেগাওয়াট কমেছে।
ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর আশপাশের কয়েকটি জেলা থেকে লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিট ও একটি রেন্টাল ইউনিট বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম এনটিভি অনলাইনকে জানান, কেন সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বলা যাবে। বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো চালু করতে বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। আজ সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল সকাল নাগাদ ইউনিটগুলো চালু হতে পারে।
ব্যবস্থাপনা পরিচালক আরো জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো হলো ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৪, ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-২, ৫৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-১ এবং ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রিসিশনের রেন্টাল ইউনিট। এর মধ্যে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৪ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এতে জাতীয় গ্রিডে মোট ২৮৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে গেছে।
এদিকে পাঁচটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহসহ আশপাশের কয়েকটি জেলায় লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে।
গত ৯ মার্চ আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় একযোগে নয়টি ইউনিট বন্ধ হয়ে গিয়েছিল।