সুনামগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জ সদর অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে আজ বুধবার বিনামূল্যে দুই শতাধিক নারী-পুরুষকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। ছবি : এনটিভি

সুনামগঞ্জে বিনামূল্যে দুই শতাধিক নারী-পুরুষকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। সুনামগঞ্জ সদর অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে আজ বুধবার পৌর শহরে প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে এই চিকিৎসাসেবা দেওয়া হয়।

আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, সকাল থেকে বিনামূল্যে দুই শতাধিক নারী-পুরুষকে চোখের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়। এর মধ্যে ৮০ জনের চোখের অস্ত্রোপচার করা হবে। চিকিৎসার যাবতীয় ব্যয় আয়োজক সংগঠনের পক্ষ থেকে দেওয়া হবে। সুনামগঞ্জের ভার্ড চক্ষু হাসপাতাল এই চিকিৎসাসেবা ক্যাম্পে আয়োজনে সহযোগিতা করে।

বেলা ১১টায় চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। এ সময় আয়োজক সংগঠনের সভাপতি যুক্তরাজ্য-প্রবাসী মো. আবদুল আজিজ, সাংগঠনিক সম্পাদক আবু হেনা আজিজ, উপদেষ্টা আবুল হাসনাত তালুকদার জুয়েল, সদস্য ফারুক আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।