পাবনা ডায়াবেটিক নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন

Looks like you've blocked notifications!
পাবনায় ডায়াবেটিক নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপপু। এ সময় অধ্যাপক ডা. এ কে আজাদ খান ও বেবী ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। ছবি : এনটিভি

পাবনা ডায়াবেটিক সমিতির বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্পের শুভ উদ্বোধন ও পাবনা ডায়াবেটিক নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাছপাড়া পাবনা স্বাস্থ্যসেবা হাসপাতাল অঙ্গনে এর আয়োজন করা হয়।

পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলামের সভাপতিত্বে বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান এবং পাবনা ডায়াবেটিক নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপপু।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স  ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু। এ সময় উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার, পাবনা প্রেসক্লাবে সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি প্রফেসর শিবজিত নাগ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল, সাবেক সহসভাপতি আব্দুল হামিদ মাস্টার, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা, পাবনা জেনারেল হাসপাতালের সাবেক পরিচালক ডা. মনোয়ারুল আজিজ, ডা. রাম দুলাল ভৌমিক, গণতন্ত্রী পার্টির সভাপতি সুলতান আহমেদ বুরো, সদর উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আহমেদ উল হক রানা, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, নবনির্বাচিত সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সহ-সম্পাদক জি কে সাদী, সাবেক সভাপতি অধ্যাপক রুমী খোন্দকার, সাবেক সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, দৈনিক জোড় বাংলার সম্পাদক আব্দুল মতিন খান, সাংবাদিক মীর্জা আজাদ, আব্দুল জব্বার, সিফাত রহমান সনম, হুমায়ুন কবির তপু, সৈকত আফরোজ আসাদ, এসএম আলাউদ্দিন, রিজভী আহমেদ জয় প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন রবিউল ইসলাম চৌবে ডাবলু।