লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কিরণ ও রুবেল নামের দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কিরণ সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের হামছাদি গ্রামের আর রুবেল একই উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বাসুদিহিতা গ্রামের বাসিন্দা। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের দাবি, গুলিবিদ্ধ দুজন সন্ত্রাসী লাদেন বাহিনীর সদস্য।
গোলাগুলির সময় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তিন সদস্য আহত হয়েছেন। আহত তিন পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) জুনায়েত কাউছার বলেন, রাতে সন্ত্রাসী কিরণকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী লাদেন বাহিনীর প্রধান মাসুম লাদেনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লাদেন বাহিনীর সদস্যরা পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে কিরণ ও রুবেল গুলিবিদ্ধ হন। পরে তাঁদের গ্রেপ্তার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।