আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিটে উৎপাদন শুরু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে যাওয়া পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিটে আবার উৎপাদন শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে কেন্দ্রটিতে আগুন লেগেছিল।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম জানান, কেন্দ্রের সুইচ ইয়ার্ডের ট্রান্সফরমারের বুশে আগুন লেগেছিল। এতে পাঁচটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। শুক্রবার রাত পৌনে ১১টা থেকে পর্যায়ক্রমে আজ শনিবার ভোর ৬টার মধ্যে চারটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সুইচ ইয়ার্ডে আগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।
ইউনিটগুলো চালু হওয়ায় ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের কয়েকটি জেলায় লোডশেডিং সহনীয় পর্যায়ে এসেছে বলে জানা গেছে এবং বর্তমানে জাতীয় গ্রিড থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কম হচ্ছে।
উল্লেখ্য, গত ৯ মার্চ একই জায়গায় অগ্নিকাণ্ডে ৯টি ইউনিট একযোগে বন্ধ হয়ে গিয়েছিল।