দিরাইয়ে ৫০ হতদরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান

Looks like you've blocked notifications!

সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে ৫০ জন হতদরিদ্র ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ রোববার দুপুরে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড দিরাই উপজেলা শাখার উদ্যোগে এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রোটারিয়ান রাতুল চৌধুরীর আর্থিক সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের দিরাই শাখার সভাপতি প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে ও সাংবাদিক আবু হানিফ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলতাব হোসেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি-দিরাই সার্কেল) মো. ছুরত আলম, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এলাকার অসহায় ও হতদরিদ্র নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি আগামীতে নারীদের কল্যাণে আরো ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।