কে এম ওবায়দুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি নগরকান্দার লস্করদিয়ার বাসভবন চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল ৫টায় নগরকান্দা থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ও কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেছ আলী ইছা, সহসভাপতি অ্যাডভোকেট গোলজার হোসেন মৃধা, আজম খান, যুগ্ম সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাফিজুর রহমান, জসিমউদ্দিন মৃধাসহ জেলা ও থানা বিএনপির নেতারা।
পরে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া পরিচালনা করেন নগরকান্দা থানা বিএনপির সভাপতি লিয়াকত আলী খান বুলু।
এর আগে আজ সকাল ৯টায় মরহুমের কবরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ফাতেহা পাঠ ও কোরআনখানি অনুষ্ঠিত হয়।