ইউপি নির্বাচন

নালিতাবাড়ীতে সংঘর্ষে আহত ১০

Looks like you've blocked notifications!
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তিনটি ইউনিয়নে সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের শেষ মুহূর্তে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তিনটি ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে।

এই ইউনিয়গুলো হলো মরিচ পুরান,  বাঘবেড় ও যোগানিয়া। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।   

আজ দুপুর ৩টার দিকে মরিচ পুরান ইউনিয়নের কাওয়াকুড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের ১২টি ফাঁকা গুলি ছুড়ে।

বাঘবেড় ইউনিয়নের গোবিন্দ কালিনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন পুলিশের উপপরিদর্শক জোবায়ের খালেদসহ পাঁচজন।

যোগানিয়া ইউনিয়নের গেড়ামারা প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শেষে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ করে।