পাবনার ৩৫ কেন্দ্রে ভোটের আগেই ভোট!

Looks like you've blocked notifications!

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে পাবনার বেড়া উপজেলায় ৩৫টি কেন্দ্রে ভোটের আগেই জাল ভোট দিয়েছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্ট এলাকা ঘুরে এমন তথ্য জানা গেছে। 

খোঁজ নিয়ে জানা যায়, বেড়া উপজেলার ৯টি ইউনিয়নের ৮৬টি কেন্দ্রের মধ্যে অন্তত ৩৫টি কেন্দ্রে ভোটের আগেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ১০টার দিকে এ সব কেন্দ্রের ভোটাররা ভোট দিতে গিয়ে দেখেন, অনেক আগেই তাঁদের ভোট নেওয়া হয়ে গেছে। 

সরেজমিনে দেখা যায়, বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের কাজীপাড়া, মহিষাখালী, বুলন্দর, রতনগঞ্জ, রাজধরদিয়া, রূপগঞ্জ, জাতসাখিনী ইউনিয়নের সিন্দুরিয়া, নয়াবাড়ী, কাশীনাথপুর মহিলা কলেজ, মীর্জাপুর, নাটিয়াবাড়ী, পাইকান্দি, রূপগঞ্জ, কল্যাণপুর, ঢালারচর, রামনগর, রুপপুর, চরদুর্গাপুর, ধোবাখোলা করনেশন উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর কেন্দ্রসহ অন্তত ৩৫টি কেন্দ্রে সকাল ১০টার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। 

রতনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার আশরাফুল আলম ও তাঁর স্ত্রী নাজমা আক্তার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে গিয়ে দেখেন আগেই ভোট হয়ে গেছে। 

মহিষাখোলা কেন্দ্রের ভোটারদের মধ্যে ফিরোজ বিশ্বাস, নজরুল ইসলাম মন্তাজ আলীসহ ২৫-৩০ জন ভোটার অভিযোগ করেন, সকাল ৯টার সময় গিয়ে দেখেন কে বা কারা তাদের ভোট দিয়ে দিয়েছে। তারা প্রশ্ন করে বলেন, ছবি থাকার পরও একজনের ভোট অন্যজন কীভাবে দিতে পারে? 

এ বিষয়ে কাশীনাথপুর মহিলা কলেজের ৪ নম্বর বুথের পোলিং অফিসার মো. মনিরুজ্জামান জাল ভোটের সত্যতা স্বীকার করে এনটিভি অনলাইনকে বলেন, পোলিং অফিসার বা প্রিসাইডিং অফিসারের পক্ষে এককভাবে এত কিছু দেখা সম্ভব নয়।

বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজাম্মেল হক এনটিভি অনলাইনকে বলেন, বিভিন্ন কেন্দ্রে সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এত কিছুর পরও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। 

পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু এনটিভি অনলাইনকে বলেন, ভোটের দিন সারাদিন তিনি তাঁর নাটিয়াবাড়ীর বাড়িতে ঘরের মধ্যে ছিলেন। বিকেল ৪টা বাজার ৫ মিনিট আগে ধোবাখেলা করনেশন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার ভোট দিতে শুধু কেন্দ্রে যান। 

প্রথম ধাপে আজ পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া, চাকলা, কৈটলা, জাতসাখিনী, পুরানভারেঙ্গা, নতুন ভারেঙ্গা, মাসুমদিয়া, রূপপুর ও ঢালারচরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮৬টি ভোটকেন্দ্রে মোট ভোটার এক লাখ ৫১ হাজার ৯৯ জন ভোটার। তাঁদের মধ্যে ৭৩ হাজার ৯৬২ পুরুষ এবং ৭৭ হাজার ১৩৭ জন মহিলা ভোটার। প্রায় ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছে বলে জানা গেছে।