কুষ্টিয়ায় শুরু হয়েছে লালন স্মরণোৎসব
‘শুদ্ধ মনে সকলি হয়’ বাউলসম্রাট লালন ফকিরের এই বাণীর স্লোগানে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে শুরু হয়েছে ঐতিহাসিক লালন স্মরণোৎসব। গতকাল বুধবার রাত ৯টার দিকে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
লালন একাডেমির মূল মঞ্চে আলোচনা সভায় মাহবুব-উল-আলম হানিফ প্রধান অতিথির বক্তব্য দেন। লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে এতে লালন ফকিরের ওপর আলোচনা করেন গবেষক লালিম হক, লালন মাজারের প্রধান খাদেম মোহাম্মদ আলী। আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় চিসিম, লালন একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ।
আলোচনা শেষে মূল মঞ্চে একাডেমির শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করেন।
বাউলদের খাঁটি করে গড়ে তুলতে বাউলসম্রাট লালন শাহ তাঁর জীবদ্দশায় ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে প্রতিবছর চৈত্রের দোলপূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক তাঁর মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছে তাঁর অনুসারীরা। এবারও এ অনুষ্ঠানে আধ্যাত্মিক গুরু ফকির লালনকে স্মরণ ও তাঁর দর্শন পাওয়াসহ নিজেকে চিনতে, আত্মার শুদ্ধি, মুক্তির লক্ষ্যে দেশ-বিদেশের হাজার হাজার লালন অনুসারী, ভক্ত অনুরাগী আর দর্শনার্থী এখন এই আখড়াবাড়ীতে ভিড় করেছেন। আর আখড়াবাড়ী চত্বরে কালী নদীর তীরে বিশাল মাঠে জমে উঠেছে লালন মেলা।
লালন উৎসব শেষ হবে আগামী ২৫ মার্চ রাতে। উৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।