অবৈধপথে ভারত যাওয়ার সময় ৪০ জন আটক

Looks like you've blocked notifications!

অবৈধপথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার গাজীপুর সীমান্তের গাংনিয়ায় ৪০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক হওয়া ব্যক্তিদের দাবি, বেশি বেতনে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালচক্র তাঁদের ভারত নিয়ে যাচ্ছিল।

শনিবার রাত ১০টায় তাঁদের আটকের পর সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে ।

বিজিবির ৩৮ ব্যাটালিয়নের গাজীপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার নাসিরউদ্দিন জানান, আটকদের মধ্যে ২০ পুরুষ, ১২ নারী ও আট শিশু রয়েছে। তাঁদের বাড়ি বাগেরহাট, খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন গ্রামে।

বিজিবিকে তাঁরা জানিয়েছেন, কয়েকজন দালাল তাঁদের ভারতে পাঠিয়ে বেশি বেতনে ভালো কাজ দেবে বলে প্রলোভন দেখায়। এ জন্য তাঁদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকার বেশি নিয়ে শনিবার সন্ধ্যায় গাজীপুর সীমান্তের গাংনিয়া ব্রিজের কাছে নিয়ে আসে। রাতেই তাঁদের ভারতে পৌঁছে দেওয়ার কথা জানায় তারা। এরপরই তারা তাঁদের ফেলে রেখে গা ঢাকা দেয়। এ সময় বিজিবির একটি টহল দল তাঁদের আটক করে।

নায়েক সুবেদার নাসির আরো জানান, তাঁদের সবকিছু কেড়ে নিয়েছে দালালরা।

আটকদের মধ্যে রয়েছেন সুলতান বরাদি, তাঁর স্ত্রী মিনারা বেগম, জসিমউদ্দিন, তাঁর স্ত্রী লিলি পারভিন, ছেলে নেওয়াজ, মনসুর আলী, তাঁর স্ত্রী সাজেদা খাতুন, মিন্টু মিয়া, তাঁর স্ত্রী আসমা বেগম, ছেলে মিজবাহউদ্দিনসহ ৪০ জন ।

রাতেই তাঁদের সবাইকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।