পটুয়াখালীতে বিএনপি সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ
পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর পাঙ্গাশিয়া গ্রামে ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর বিএনপির এক সমর্থকের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ওই বাড়ির মালিক মোখলেসুর রহমান খান জানান, বৃহস্পতিবার গভীর রাতে আগুন দেওয়া হয়। আজ শুক্রবার ভোরে তিনি খবর শুনেন।
মোখলেস একই গ্রামের অদূরে আরেক বাড়িতে থাকেন। তিনি এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করেন।
প্রতিপক্ষরা এমন অগ্নিসংযোগ করতে পারে বলে জানান মোখলেসুর রহমান। পুড়ে যাওয়া বাড়িটি ছাড়া বাড়ি বলে পরিচিত। কোনো লোক থাকত না সেখানে। এ ছাড়া দুর্বৃত্তরা বাড়ির বেশ কিছু বিভিন্ন জাতের গাছ কেটে ফেলেছে।
পাঙ্গাশিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর সিকদার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।