শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে পেট্রলবোমায় পুড়ে মৃত্যু
লক্ষ্মীপুরের মজু চৌধুরীরহাটে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় দগ্ধ মো. লিটনের (৩৫) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে দগ্ধ হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তাঁর মৃত্যু হয়।
লিটন নাটোরের রসুলঘর গ্রামের আবদুর জব্বারের ছেলে। লক্ষ্মীপুরের দক্ষিণ মজুপুর গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন জানান, লিটনের মরদেহ সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।
লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল করিম এনটিভিকে বলেন, গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে লিটনসহ তিন যাত্রী মজু চৌধুরীরহাট থেকে অটোরিকশায় করে লক্ষ্মীপুর শহরে যাচ্ছিলেন। পথে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের নতুন ভবনের সামনে দুর্বৃত্তরা এতে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। এ সময় অটোরিকশায় আগুন লেগে লিটন ছাড়াও মজুপুর গ্রামের মো. আশিক (২৮) ও আবদুল করিম (৩২) দগ্ধ হন। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দগ্ধ বাকি দুজনকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর প্রস্তুতি চলছে বলে এএসআই জানান।
এদিকে, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের পেট্রলবোমায় দগ্ধ দুজনকে দেখতে সকাল ৯টার দিকে সদর হাসপাতালে যান।