আমরা কোন সমাজে বাস করছি, এরশাদের প্রশ্ন
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘তনু নামের একটা মেয়েকে হত্যা করা হলো। মা শিশুকে হত্যা করে। প্রতিদিন শিশু হত্যা হয়। আমরা কোন সমাজে বাস করছি? কেন এত অবক্ষয়?’
আজ শনিবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ এ কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, দেশে নির্বিচারে নারী ও শিশু হত্যা হচ্ছে। মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই। রাষ্ট্র পরিচালনায় ক্রমবর্ধমান জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ইউপি নির্বাচন দলীয়পর্যায়ে হলো। কেন হলো, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। ৬৭ জন কি তার বেশি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিনা ভোটে। এটা কখনো হয় না। ইতিহাসে লেখা নেই কোথায়? দেশে গণতন্ত্র নেই।’
এ সময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার দলকে সুসংগঠিত করে রাষ্ট্রক্ষমতায় আসার জন্য তৈরি হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা।