ইউপি নির্বাচন নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে না
দেশে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে না বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিকে (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
আজ রোববার সকালে চট্টগ্রামে অ্যাকটিভ সিটিজেন আঞ্চলিক সামিট অনুষ্ঠান শেষে সুজন সম্পাদক এ কথা বলেন।
নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ‘ব্রিটিশ কাউন্সিল’ ও ‘দ্য হাঙ্গার প্রজেক্ট’।
এ শীর্ষ সম্মেলনে বক্তব্য দেন সংসদ সদস্য (এমপি) ওয়াশিকা আয়েশা খান, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সিকান্দার খান, ব্রিটিশ কাউন্সিলের সেন্টার ব্যবস্থাপক নাহিদ খান।
শীর্ষ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, ইউপি নির্বাচন দেশের সমস্যা সমাধান না করে বরঞ্চ বেশি সমস্যা সৃষ্টি করছে। তিনি বলেন, নির্বাচন বিতর্কিত হওয়ায় প্রক্রিয়া ভেঙে পড়েছে।
সুজন সম্পাদক বলেন, দেশে নির্বাচনের মনোনয়ন-বাণিজ্য এখন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এসব মনোনয়ন বাণিজ্যের কারণে দেশে পুঁজি ছাড়া নতুন ব্যবসায়ী সৃষ্টি হচ্ছে। তৃণমূল পর্যায়ে দেশে বিনা পুঁজির ব্যবসায়ী সৃষ্টিও স্থানীয় সরকারব্যবস্থাকে চরমভাবে কলুষিত করছে।
বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। দলভিত্তিক নির্বাচনের কারণে এ সহিংসতা ঘটছে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে। নির্বাচনের পরও সহিংসতা শেষ হচ্ছে না। এ সহিংসতার জন্য মূলত ক্ষমতাসীনরা দায়ী।