নাটোরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে একটি ট্যাংক লরির চাপায় রহমত আলী নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় খায়রুল নামের এক এএসআই আহত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। হতাহত পুলিশ সদস্যরা লালপুর উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবউদ্দিন জানান, দুপুরে লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে একটি ট্যাংক লরি মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্যকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন রহমত আলী। আহত হন এএসআই খায়রুল। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।