নতুন প্রজন্মকে শপথ নেওয়ার আহ্বান পাটমন্ত্রীর
দেশের স্বাধীনতা রক্ষায় নতুন প্রজন্মকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন সদ্য স্বাধীনতা পদকপ্রাপ্ত পাট ও বস্ত্রমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক। আজ সোমবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা নওগাঁর মান্দায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে ইমাজ উদ্দিন প্রামানিক বলেন, ‘স্বাধীনতা পদকপ্রাপ্তি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা। এটি পাওয়া যেমন আনন্দের তেমনি দুঃখেরও। কারণ স্বাধীনতা অর্জনে ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়েছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে পরাজিত শক্তি এ দেশে আবারো মাথা তুলে দাঁড়ায়।’
পাট ও বস্ত্রমন্ত্রী বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধীরা এ দেশের স্বাধীনতার সূর্য চিরতরে ডুবিয়ে দিতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। সেই সব দেশি-বিদেশি অপশক্তিকে পরাহত করে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’ প্রধানমন্ত্রীর এই অগ্রযাত্রায় সকলকে একযোগে এগিয়ে আসর আহ্বানও জানান তিনি।
এদিকে মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পদক পাওয়ায় উত্তরাঞ্চলের প্রবীণ রাজনীতিবিদ ইমাজ উদ্দিন প্রমানিককে ফুলে ফুলে সিক্ত করেন নেতা-কর্মী ও এলাকার সর্বস্তরের মানুষ।
অনুষ্ঠানে সভাপত্বি করেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিষ্ণুপদ সরকার কার্তিক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, মহিলা আওয়ামী লীগের সভাপতি সন্ধ্যা রানী প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করে।