সুরমায় পাথর বোঝাই নৌকাডুবি, দুই শ্রমিক নিখোঁজ

Looks like you've blocked notifications!

সুনামগঞ্জের সুরমা নদীতে পাথরবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে নৌকাটিতে থাকা দুই পাথর শ্রমিক নিখোঁজ রয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের সুরমা নদীর অংশে এ ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিকরা হচ্ছেন ছোট ঘাগটিয়া গ্রামের মো. আসাদ আলী ও মো. মনির হোসেন। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে পাথর বোঝাই করে স্টিলের তৈরি নৌকাটি ভৈরব যাচ্ছিল। পথে নিজেদের গ্রামের ঘাটের কাছে নোঙর করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শ্রমিকরা। ধারণা করা হচ্ছে, নৌকায় কোনোভাবে পানি ঢুকতে শুরু করে। সারা রাত পানি ঢুকে নৌকাটি ডুবে যায়। 

এর পর থেকে নৌকার দুই শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন অনেক খুঁজেও তাঁদের সন্ধান পাননি। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। 

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান নিখোঁজ জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে তারা পানিতে ডুবে গেছে না কি অন্য কোথাও চলে গেছে সে বিষয়টিই এখনো নিশ্চিত হওয়া যায়নি।