তনু হত্যার তদন্ত এবার সিআইডিতে
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাসের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তভার এবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
গত আটদিনে মামলার তদন্তভার দুই দফা হাত বদল হয়েছে। গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। ২১ মার্চ মামলার তদন্ত শুরু করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম। ২৬ মার্চ এ মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম মামলার তদন্ত করছিলেন।
অধিকতর তদন্ত ও ডিএনএ টেস্ট করার জন্য ডিবির ওসি এ কে এম মনজুর আলম গতকাল সোমবার তনুর মরদেহ কবর থেকে তোলার আবেদন করেন। কুমিল্লার অতিরিক্ত বিচারিক হাকিমের আদালত এর অনুমতিও দেন।
ওসি এ কে এম মনজুর আলম গতকাল সোমবার জানান, আগামী ৩০ মার্চ পুনরায় ময়নাতদন্তের জন্য লাশ ওঠানো হতে পারে।