মাগুরায় ট্রাকে পেট্রলবোমা হামলাকারীদের শাস্তির দাবি
মাগুরায় ট্রাকে পেট্রলবোমা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এই দাবিতে তারা সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও সভা করেছে।
আজ রোববার বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সেগুনবাগিচা এলাকায় আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু, আওয়ামী লীগ নেতা তানজেল হোসেন খান, আব্দুল ফাত্তাহ, রুস্তম আলী, মুন্সী রেজাউল হক, আবদুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।
এর আগে দুপুরে মহিলা কলেজের সামনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে পেট্রলবোমায় নিহতদের পরিবারের এক বছরের ভরণপোষণ এবং আহতদের চিকিৎসার দায়িত্ব জেলা আওয়ামী লীগ নেবে বলে ঘোষণা দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু।
গতকাল শনিবার রাত ৮টার দিকে মাগুরার মঘীর ঢাল এলাকায় একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়লে মারলে মাগুরা সদর উপজেরার মালিকগ্রামের নয় ট্রাকশ্রমিক দগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। এঁদের মধ্যে তিনজন মারা যান।