ছিটেফোটা সমস্যা হলেও শান্তিপূর্ণ ভোট : তথ্যমন্ত্রী
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ছিটেফোটা কিছু সমস্যা ও সারা দেশে সামান্য কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষ হলেও সার্বিকভাবে শান্ত পরিস্থিতিতেই ভোটগ্রহণ চলেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের দামুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, কোথাও কোনো অভিযোগ উঠলে পুলিশ, র্যাব ও বিজিবি তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিচ্ছে এবং হাঙ্গামাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে এক প্রশ্নের জবাবে হাসানুল হক বলেন, এটি অন্য কোনো উদ্দেশ্যে নয়, সরকার কেবল অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। বেগম জিয়া নিজেই অপরাধের সঙ্গে জড়িত। আর একজন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে যদি সেটাকে উদ্দেশ্য প্রণোদিত বলা হয় তবে দেশে আইনের শাসন কোনোদিনই বাস্তবায়িত হবে না।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ধোয়া তুলসি পাতা নন, তাঁর বিরুদ্ধে দুর্নীতি, মানুষ খুন এবং সন্ত্রাস চালানোর অভিযোগ আছে। তাঁর নেতৃত্বে ৯৩ দিনের আগুন সন্ত্রাসে মানুষ পুড়িয়ে মারার জন্য তাঁকে আইনের মুখাপেক্ষীঅবশ্যই করা হবে।’
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, তথ্যমন্ত্রীর স্ত্রী ও নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে কুষ্টিয়ার ভেড়ামারা ও সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় ২০টি ইউনিয়নের ১৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। ভেড়ামারার ছয়টি ইউনিয়নে ২৭ জন আর দৌলতপুরের ১৪ ইউনিয়নে ৬৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।