ঝড়ের কবলে সুন্দরবন-৯, সাত ঘণ্টা পর উদ্ধার
ঝড়ের কবলে পড়ে সাত ঘণ্টা নদীর চরে আটকে ছিল এমভি সুন্দরবন-৯ নামে দোতলা লঞ্চটি। পরে অন্য একটি লঞ্চের সহায়তায় আজ শুক্রবার সকাল ৯টার দিকে আটকেপড়া লঞ্চটি উদ্ধার করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি সুন্দরবন-৯ আটকে যায়।
সুন্দরবনের মাস্টার শাহজাহান জানান, চাঁদপুর পাড়ি দেওয়ার পরই ঝড়ের তাণ্ডবে মেঘনার উত্তাল ঢেউয়ের তোড়ে চাঁদপুরের মতলব উপজেলার মোহনপুর চরে উঠে যায় লঞ্চটি। পরে আজ সকালে সুন্দরবন-১১ লঞ্চ মোহনপুরের চরে আটকেপড়া লঞ্চ ও যাত্রীদের উদ্ধার করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
আটকেপড়া সুন্দরবন-৯-এর যাত্রী অ্যাডভোকেট মজিবর রহমান টোটন বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমরা ঝড় থেকে মুক্তি পেয়েছি।’