দরিদ্র অবহেলিত শিশুদের জন্য টাঙ্গাইলে বিদ্যালয়ের উদ্বোধন
দরিদ্র ও অবহেলিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিতে টাঙ্গাইলে ব্যতিক্রমী এসএসএস-পৌর আইডিয়াল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা স্কুল ভবনের আজ শুক্রবার সকালে উদ্বোধন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস ও টিডিএইচ নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়ায় প্রায় ৫৩ শতাংশ জায়গার ওপর এ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।
এ বিদ্যালয়ের বৈশিষ্ট্য হচ্ছে প্রতি ক্লাসে ১০০ টাকা ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হবে। এরপর শিক্ষার সব উপকরণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। শিক্ষার্থীদের সাপ্তাহিক স্বাস্থ্য পরীক্ষা, মেধাবীদের মাসিক বৃত্তি প্রদান ও আত্মরক্ষার্থে মার্শাল আর্ট শিক্ষা এবং খেলাধুলার ব্যবস্থা রয়েছে।
বিদ্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। তিনি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টেরি-ডেস-হোমস নেদারল্যান্ডসের নির্বাহী পরিচালক অ্যালবার্ট জ্যাপ ভ্যান সান্টব্রিংক। স্বাগত বক্তব্য দেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের নির্বাহী প্রকৌশলী আবদুল হামিদ ভূঁইয়া।