জয়পুরহাটে ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু

Looks like you've blocked notifications!

জয়পুরহাট সার্কিট হাউসের পশ্চিম পাশের সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্র মারা গেছে। গতকাল শনিবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ওই স্কুলছাত্রের নাম রবিউল ইসলাম। সে জয়পুরহাট পুলিশ লাইন্স একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল। এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত রবিউল জয়পুরহাটে গণপূর্ত বিভাগের নৈশপ্রহরী বেলাল মির্জার ছেলে। পুলিশ লাইন্সের গেটসংলগ্ন পানির ট্যাংকের পাশে মা-বাবার সঙ্গে থাকত সে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, গতকাল সকাল ৮টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রবিউলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত রাতে সেখানে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি ওসি।