মাগুরায় পেট্রলবোমা : বিএনপি নেতাসহ আসামি ৪২
ট্রাকে পেট্রলবোমা ছুড়ে নয় শ্রমিক হতাহতের ঘটনায় মাগুরা জেলা বিএনপির নেতাকর্মী ও পৌর কাউন্সিলরসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মাগুরা সদর থানায় মামলাটি করা হয়।
আজ সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিকুঞ্জ কুমার কুণ্ডু জানান, সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুস সালাম বাদী হয়ে মামলাটি করেছেন। বিশেষ ক্ষমতা আইনে করা এ মামলার আসামি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ, সহ-সভাপতি মনোয়ার হোসেন খান, পৌর বিএনপির সহ-সভাপতি ও কাউন্সিলর মাসুদ হাসান খান কিজিলসহ যুবদল, ছাত্রদলের ৪২ নেতাকর্মী।
এরই মধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে জানিয়ে নিকুঞ্জ কুমার আরো জানান, এখন আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত শনিবার রাত ৮টার দিকে মাগুরার মঘীর ঢাল এলাকায় একটি ট্রাকে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় মাগুরা সদর উপজেলার মালিক গ্রামের নয় ট্রাকশ্রমিক দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হলে বিভিন্ন সময়ে রওশন আলী, শাকিল মোল্লা ও আবদুল মতিন মারা যান।