নির্বাচন বিতর্কিত করতে সরে দাঁড়াতে চায় বিএনপি : হানিফ
নির্বাচন ব্যবস্থা ও কমিশনকে বিতর্কিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সঁরে দাঁড়াতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আজ রোববার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সভা শেষে ব্রিফিংয়ে হানিফ এ মন্তব্য করেন।
এ সময় চতুর্থ ধাপের ৭৩০টির মধ্যে ৫৬৭টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়। ব্রিফিংয়ে হানিফ জানান, বাকি ১৬৩টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের তালিকা পরে জানানো হবে। ভবিষ্যতে সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনে সহায়তা করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে কোনো নির্বাচনে আওয়ামী লীগ কোনো সহিংসতা চায় না জানিয়ে হানিফ বলেন, তৃতীয় ধাপ থেকে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন।
হানিফ বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি, পঁচাত্তরের ঘাতক—এই অশুভ চক্র নির্বাচনকে বিতর্কিত করতে অংশ নিয়ে সরে দাঁড়ানোর জন্য একটি চক্রান্তে লিপ্ত আছে। আমরা আশা করব, বিএনপি তাদের অতীতের ভুল, রাজনীতির শিক্ষা থেকে তারা শিক্ষা নিয়ে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবেন।’
২২ মার্চ ও ৩১ মার্চ প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেশির ভাগ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন।