পাবনার সাংবাদিক আবদুল মজিদ দুদুর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ সাংবাদিক সমিতির পাবনা শাখার সভাপতি, পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, দৈনিক নয়া দিগন্ত ও বার্তা সংস্থা ইউএনবির পাবনার স্টাফ রিপোর্টার আবদুল মজিদ দুদুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার।
আবদুল মজিদ দুদুর বাড়ি সদর উপজেলার ভবানীপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া আঞ্চলিক সংবাদ সংস্থা পিপ’র সম্পাদক এবং পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ছিলেন। পাবনার বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে তিনি সদা হাস্যোজ্জল ও প্রিয়ভাজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
আবদুল মজিদ দুদুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে সোমবার দুপুরে আরিফপুর কবরস্থানে কবর জিয়ারত, বিকেলে পাবনা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাতে পাবনা প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়।
এ ছাড়া মরহুমের পরিবার থেকে কবর জিয়ারত ও দরিদ্র ভোজের আয়োজন করা হয়।