সাড়ে ১৫ ঘণ্টা পর সিলেটের পথে রেল চালু
সাড়ে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে পুনরায় ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ সোমবার ভোর ৫টায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কাছে জানকীছড়া এলাকায় রেলওয়ে সেতু ধ্বসে সিলেটের পথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মেরামত কাজ শেষে রাত সাড়ে ৮টায় পুনরায় এ পথে রেললাইন চালু হয়।
বাংলাদেশ রেলওয়ের শ্রীমঙ্গল জোনের উপসহকারী প্রকৌশলী পীযূষ ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটের কালনী এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, সিলেট-আখাউড়া রুটের ডেমো ট্রেনসহ ১০টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
চলতি বছরের ১৬ জানুয়ারি এবং ২৫ ফেব্রুয়ারি পাহাড়ি ঢলে জানকীছড়া রেলওয়ে সেতু ভেঙে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল। একইভাবে আজ ভোরে পাহাড়ি ঢলে একই সেতু ভেঙে ট্রেন চলাচল সাড়ে ১৫ ঘণ্টা বন্ধ থাকে।