পরিবারের অভিযোগ

কলেজছাত্রী হাসিনা হত্যার ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন নিহত গৃহবধূ হাসিনা আক্তারের ভাই দেলোয়ার হোসেন। ছবি : এনটিভি

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হাসিনা আক্তার হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। 

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে নিহতের ভাই দেলোয়ার হোসেন বলেন, যৌতুকের দাবি এবং স্বামীর অনৈতিক পরিস্থিতির প্রতিবাদ করায় তাঁর বোন হাসিনাকে ধারাবাহিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের ধারাবাহিকতায় ২৯ মার্চ তাঁর বোনের মৃত্যু হয়। 

দেলোয়ার আরো বলেন, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কক্সবাজারের সর্বস্তরের মানুষ প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ ঘটনায় তাঁর ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলা করেছেন। এখন হত্যায় জড়িত হাসিনার স্বামী ইয়াছিন আরাফাতসহ অন্যরা রাজনৈতিক নেতারা চাপ প্রয়োগ করে ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। 

সংবাদ সম্মেলনে দেলোয়ার ঘটনার সঠিক তথ্য উদঘাটনে সাংবাদিকদের সহযোগিতা চান। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হাসিনার মা জোহরা বেগম, ভাই জাকির হোসেন, বোন ছালেহা আকতার প্রমুখ। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাসিনা আক্তারের সঙ্গে চৌফলদণ্ডী এলাকার ইয়াছিন আরাফাতের বিয়ে হয়। বিয়ের এক মাসের মাথায় গত ২৯ মার্চ হাসিনার মরদেহ উদ্ধার করে পুলিশ।