চাঁপাইনবাবগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে বন্দর শ্রমিকদের বিক্ষোভ

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকার রাস্তা সংস্কারের দাবিতে আজ বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : এনটিভি

দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর এলাকার রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

আজ মঙ্গলবার দুপুরে শ্রমিকরা এ বিক্ষোভ করেন।  

বন্দর সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ভারত থেকে আমদানি করা পাথরবাহী তিনটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরের তিন নম্বর গেটের কাছে জরাজীর্ণ রাস্তায় পড়ে বিকল হয়ে যায়। সৃষ্টি হয় আমদানি পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জট। উদ্ভুত পরিস্থিতিতে বন্দর শ্রমিকরা সোনামসজিদ স্থলবন্দরের এক নম্বর গেট থেকে ৫ নম্বর গেট পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাঁরা প্রায় দুই ঘণ্টা বন্দরের মূল সড়ক অবরোধ করে রাখেন। তবে বিকল্প পথে বেশ কিছু আমদানি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে। 

বিক্ষোভকালে বন্দর শ্রমিকরা অভিযোগ করে বলেন, বন্দর এলাকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সোনামসজিদ-শিয়ালমারা সড়কটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। এতে যান চলাচল ব্যাহত হওয়াসহ জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর আগে বন্দর শ্রমিক ও এলাকাবাসী কয়েক দফা বিক্ষোভ ও মানববন্ধন করলেও সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।