সিলেট ও মৌলভীবাজারে বজ্রপাতে ৩ জন নিহত

Looks like you've blocked notifications!

সিলেট বিভাগের চার জেলায় আজ মঙ্গলবার দিনভর দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিতে জনজীবন অচল ছিল। বজ্রপাতে সিলেট বিভাগের দুই জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে সিলেট নগরীতে এক কিশোরী এবং কোম্পানীগঞ্জ উপজেলায় এক কৃষকের মৃত্যু হয়। মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরে মৃত্যু হয় আরেক কৃষকের।

বজ্রপাতে মৃত কিশোরী কলি বেগম (১২) সিলেট নগরীর ঘাসিটুলার আজিজুল ইসলামের মেয়ে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। অন্যদিকে কোম্পানীগঞ্জ উপজেলায় নিহত কৃষক আবদুর রহমান (৩০) সুনামগঞ্জের ছাতক উপজেলার বউলা গ্রামের মিছিল আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী শিউলির সঙ্গে খেলা করছিল কলি। আচমকা বজ্রপাতে উভয়েই অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণ পর শিউলির চেতনা ফিরলেও কলির চেতনা ফিরেনি। দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কলিকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুর সোয়া ১টার দিকে কৃষক আবদুর রহমান কোম্পানীগঞ্জের ধুপড়ি হাওরে বোরো ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে বেলা ৩টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার হাকালুকি হাওরে রশিদ আলী (৩৫) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হন। তিনি উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মীরশংকর গ্রামের মৃত উস্তার আলীর ছেলে। পরে স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করেন।