ট্রাকের পেছনে বাসের ধাক্কা, ৩৫ পুণ্যার্থী আহত

Looks like you've blocked notifications!
আজ সকালে গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাককে একটি বাস ধাক্কা দিলে অন্তত ৩৫ পুণ্যার্থী আহত হয়। ছবিতে দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি : এনটিভি

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাককে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী-শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়। আহত ব্যক্তিরা সবাই পুণ্যস্নানের জন্য কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে গিয়েছিলেন।   

আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে সদর উপজেলার বেদগ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়িতে পুণ্যস্নান শেষ করে বাসে করে পটুয়াখালী যাচ্ছিলেন পুণ্যার্থীরা। এ সময় তাদের বহনকারী বাসটি বেদগ্রাম এলাকায় গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়। এদের মধ্যে শিশুও রয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।