সুনামগঞ্জে কৃষক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জে কৃষক হত্যায় আজ পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ আদালত। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুজনকে আদালতকক্ষ থেকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : এনটিভি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কৃষক আনজু মিয়া হত্যা মামলায় তিন সহোদরসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রণব কুমার দাস এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—তাহিরপুর উপজেলার সুন্দর পাহাড়ী গ্রামের আবদুর রহিম, মহরম আলী ও তিন ভাই এরশাদ মিয়া, জুলহাস মিয়া ও এমরান মিয়া।

একই মামলায় ছয়জনকে খালাস দেওয়া হয়েছে। তাঁরা হলেন উপজেলার সুন্দর পাহাড়ী গ্রামের আবদুস সালাম, মধু মিয়া, আবদুল মান্নান, ইয়াকুব আলী ও কালিকাপুর গ্রামের অলিউর রহমান বাক্কি ও আবুল কাশেম।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৫ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে কৃষক আনজু মিয়া একই গ্রামের আবদুস সালামের বাড়িতে বসা ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে উল্লিখিত ১১ আসামি তাঁকে রাম দা দিয়ে কোপায়। কোপের একটি তাঁর মাথায় লাগলে মগজ বের হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আনজু মিয়ার।

এ ঘটনায় নিহতের ছেলে মো. নজরুল ইসলাম বাদী হয়ে ঘটনার দিন বিকেলে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ বিচারকাজ শেষে বিকেলে রায় দেওয়া হয়।

মামলায় আসামিপক্ষে ছিলেন রুহুল আমীন ও এম এ আশরাফ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সুহেল আহমদ ছইল মিয়া।