আত্রাইয়ে ইউপি নির্বাচন একধাপ পেছাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন একধাপ পিছিয়ে পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে।
শাহাগোলা, ভোঁপাড়া, আহসানগঞ্জ, পাঁচুপুর, বিশা, মনিয়ারী, কালিকাপুর ও হাটকালুপাড়া এই আটটি ইউনিয়ন নিয়ে গঠিত আত্রাই উপজেলা। পূর্বে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ মে উপজেলার ওই আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী ৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১০ ও ১১ এপ্রিল বাছাই, ১৮ এপ্রিল প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, আগামী ৮ মে, ২৫ বৈশাখ নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের পতিসরে আনুষ্ঠানিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠান হবে। এ জন্য নির্বাচন কমিশনের নির্দেশে এ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন এক ধাপ পিছিয়ে পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে। নতুন করে আগামী ২১ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে।
আত্রাই উপজেলার আট ইউনিয়নে ৭৫টি কেন্দ্রে ৪৭০টি বুথে ভোটগ্রহণ করা হবে।