ধর্ষণচেষ্টার সময় ইউপি সদস্য আটক, জরিমানা
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য গতকাল শুক্রবার রাতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেছেন। ওই গৃহবধূর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ইউপি সদস্যকে হাতেনাতে আটক করে পিটুনি দেন।
রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান, অন্যান্য সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে সালিস বসে। সেখানে ওই ইউপি সদস্য তওবা পড়েন এবং ভবিষ্যতে এমন হবে না মর্মে ক্ষমা চান। পরে তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাড়েয়া ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, ইউপি সদস্য এংরাজ আলী (৪৫) প্রায়ই তিন সন্তানের জননী ওই গৃহবধূর বাসায় যাতায়াত করতেন। তিনি দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। শুক্রবার রাতে এংরাজ বেড়া কেটে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূ চিৎকার করলে প্রতিবেশীরা এসে এংরাজকে হাতেনাতে আটক করে এবং উত্তম-মাধ্যম দেয়। এই ঘটনায় রাতেই সালিস বসে।
এর আগেও ইউপি সদস্য এংরাজ আলীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার-সালিস হয়েছিল বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
মাড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুহুল আমিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে ইউপি সদস্য অঙ্গীকার করেছেন।