বেঞ্চে বসা নিয়ে দুই ছাত্রের তর্ক, সংঘর্ষে জড়াল গ্রামবাসী

Looks like you've blocked notifications!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় স্কুলে বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই ছাত্রের তর্কাতর্কির জের ধরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।

আজ শনিবার দুপুরে উপজেলার পাটগাতী ও টুঙ্গিপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার খানসাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে বেঞ্চে বসাকে কেন্দ্র করে অষ্টম শ্রেণির দুই ছাত্রের মধ্যে কাথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে আজ শনিবার দুপুরে ওই স্কুলে সালিস বসে। সালিস চলাকালে কথাকাটাকাটির জের ধরে পাটগাতী ও টুঙ্গিপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের শিক্ষার্থী ও অভিভাবকসহ ১৫ জন আহত হয়। এ সময় স্কুলের জানালা ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারাত্মক আহত চারজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হক জানান, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।