ভোমরায় কর্মবিরতি, আমদানি-রপ্তানি বন্ধ

Looks like you've blocked notifications!

ভারতীয় পান আমদানিতে শুল্ক ফাঁকির অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কর্মবিরতি পালন করেছেন শুল্ক ও রাজস্ব কর্মকর্তারা।

আজ শনিবার সকাল ৯টা থেকে দিনভর এই কর্মসূচি পালন করেন কর্মকর্তারা। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা।

গত ৭ এপ্রিল সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ১১টি ট্রাকের ৬২৯ বস্তাভর্তি  ভারতীয় পান আটক করে। এতে থাকা ৬৬ মেট্রিক টন পানের মধ্যে ৩২ টনের শুল্ক পরিশোধ করা হয়েছে বলে জানায় বিজিবি। এই অভিযোগে পরদিন তা সাতক্ষীরা থানায় জমা দেওয়া হয়।

বিজিবি সুবেদার সিরাজুল গনি বাদী হয়ে ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আলেয়া এন্টারপ্রাইজ, সুন্দরবন এন্টারপ্রাইজ ও দুই আমদানিকারক সুমাইয়া এন্টারপ্রাইজ ও আশিক এন্টারপ্রাইজের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা করেন।

এই মামলায় আসামি করা হয়েছে ভোমরার রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা ও সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফ হোসেনকেও।

কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শনিবার কলম বিরতি পালন করা হয়েছে বলে জানান কাস্টমস সুপার আবদুল লতিফ। তিনি জানান, প্রয়োজন হলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে।

কর্মবিরতি পালনের সময় ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

এদিকে আটক ভারতীয় পানে পচন ধরতে শুরু করেছে। আজ সন্ধ্যায় পানভর্তি গাড়িগুলো সাতক্ষীরা থানায় ছিল।