বছরে পাঁচ হাজার শিশু বাঁকা পা নিয়ে জন্মায়
বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫ হাজার শিশু পা বাঁকা নিয়ে জন্মগ্রহণ করে।
আজ রোববার দুপুরে নওগাঁয় পনসেটি মেথডের মাধ্যমে শিশুদের বাঁকা পা সোজা করা সম্পর্কিত এক সেমিনারে এই তথ্য জানানো হয়।
নওগাঁ সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের মিলনায়তনে গ্ল্যানকো ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে।
সেমিনারে জানানো হয়, শিশুদের বাঁকা পা সোজা করতে গ্ল্যানকো ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত এই সংস্থা সারা দেশে ৪৮টি হাসপাতালে পনসেটি মেথডের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যন্ত এসব কেন্দ্রে বাংলাদেশের ২৮ হাজার ৩৯টি পা বাঁকা শিশুর পা ঠিক করে দেওয়া সম্ভব হয়েছে। এসব কেন্দ্রে ওই হাসপাতালের একজন অর্থোপেডিক কনসালট্যান্টের নেতৃত্বে বিনা মূল্যে পনসেটি মেথডের মাধ্যমে পা বাঁকা শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সেমিনারে আরো জানানো হয়, গ্ল্যানকো ফাউন্ডেশন ২০১১ সাল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত নওগাঁর ৩৭২ জন পা বাঁকা শিশুর পা ঠিক করে দিয়েছে।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আঞ্জুমান আরার সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন। এ সময় নওগাঁ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সিনিয়র কনসালট্যান্ট আবু হেনা সেলিম, জুনিয়র কনসালট্যান্ট আরশাদ হোসেন, গ্ল্যানকো ফাউন্ডেশনের পনসেটি প্র্যাকটিশনার আহসান হাবিব এবং ওই সংস্থার ক্লিনিক্যাল সার্ভিসেস ম্যানেজার শরিফুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সেমিনারে নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসক এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।