পঞ্চগড়ে গৃহবধূকে হত্যার ঘটনায় মামলা
পঞ্চগড় সদর উপজেলার গফাপাড়া এলাকায় গৃহবধূ মালেকা আক্তার মালাকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায় পঞ্চগড় থানায় হত্যা মামলা করা হয়েছে।
মালার চাচা ইব্রাহিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করেন। মামলায় স্বামী দুলাল, শাশুড়ি হাওয়া বেগমসহ চারজনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) জব্বার জানান, মালা হত্যাকাণ্ডের ঘটনায় আটক স্বামী ও শাশুড়িকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ি তাকে মারপিট করে হত্যা করে বলে মামলার এজাহারে বলা হয়েছে। এ ঘটনায় ওই দিনই স্বামী ও শাশুড়িকে আটক করে পঞ্চগড় থানা পুলিশ।