ফরিদপুরে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ একজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শেখ লালমিয়া। ছবি : এনটিভি

ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘খাদ্যে বিষক্রিয়ায়’ রহমান শেখ নামে আশি বছরের এক বৃদ্ধ মারা যান। একই ঘটনায় অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রহমান শেখের ছোট ছেলে শেখ লালমিয়া (৩৫) ও নাতনি লামিয়া (২)।

গতকাল সোমবার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বরডাঙ্গী গ্রামে নিজ বাড়িতে সন্ধ্যা সাড়ে ৭টায় এ অসুস্থ হয়ে পড়েন এঁরা। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রহমান শেখ মারা যান।

অসুস্থ লালমিয়ার স্ত্রী চায়না বেগম জানান, গতকাল সোমবার রাত সন্ধ্যা ৭টার দিকে একই পরিবারের বড় ছেলে চানমিয়ার পরিবার থেকে পাঠানো পিঠা ও মাংস খেয়ে ওই তিনজন অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের প্রথমে সদরপুর উপজেলা কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, ‘খাদ্যে বিষক্রিয়া থেকেই এঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে আমাদের ধারণা।’

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’