তেঁতুলিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ল অর্ধশতাধিক ঘর

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভদ্রেশ্বর গ্রামে অগ্নিকাণ্ডে ১৭টি পরিবারের ৫০-৬০টি ঘর ও মালামাল পুড়ে গেছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ভজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকসেদ আলী জানান, ভদ্রেশ্বর এলাকার সাইফুল ইসলামের গমের খড়ের গাদা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাতাস থাকায় মুহূর্তেই আগুনে ওই গ্রামের ১৭টি পরিবারের ৫০-৬০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে  টাকা, ধান, চাল, গমসহ প্রয়োজনীয় মালামালও পুড়ে যায়। খবর পেয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনেন।

তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা দারাজুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি জানালেও ক্ষতির বিষয়ে কিছু বলতে পারেননি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে তাঁদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজ বুধবার তাঁদের টাকাসহ প্রয়োজনীয় মালামাল দেওয়া হবে।