দুই মামলায় চার ‘জেএমবি’ সদস্য কারাগারে

ময়মনসিংহে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আলাদা দুটি মামলায় ১৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আদালত আগামী রোববার শুনানির তারিখ ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার বিকেলে ময়মনসিংহের ১নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহসান হাবীবের আদালতে হাজির করে ১৭ দিনের রিমান্ডের আবেদন করে তদন্ত কর্মকর্তা ও ডিবির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান। ডিবির ওসি ইমারত হোসেন গাজী জানিয়েছেন, আদালত রিমান্ড মঞ্জুর না করে আসামিদের কারাগারে পাঠান।
এর আগে দুপুরে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ হারুন আর রশিদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাউলাটি গ্রাম থেকে দাপুনিয়া ইউনিয়নের পরিষদের শস্যমালা ওয়ার্ডের মেম্বর বিল্লাল হোসেন (৪৩) দুই সহোদর আলমগীর হোসেন(২২) ও জাহাঙ্গীর হোসেন(২৪) এবং হাছান আলী (২২) নামে চার জেএমবি সদস্যকে আটক করা হয় । এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম।
পুলিশ সুপার সৈয়দ হারুন আর রশিদ বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চার জেএমবি সদস্যকে আটক করা হয় । পুলিশের কাছে তথ্য ছিল তারা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। অভিযান পরিচালনা করে তাদের কাছে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে সরঞ্জাম ছিল সেসব উদ্ধার করি। চারজন জেএমবি সদস্যকে আটক করি এবং তাদের সহযোগীরা পালিয়ে যায়। আটককৃতরা স্বীকার করে যে তারা জেএমবি সদস্য। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা নেই। তবে আটককৃতরা দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিল।’
সৈয়দ হারুন আরো বলেন, ‘তারা এই এলাকায় সংগঠিত হয়ে বিশেষ করে দাপুনিয়া এলাকায় জেএমবি রিক্রুট ও ট্রেনিং দেওয়ার কথা স্বীকার করেছে। গত দুই এপ্রিল তারা তাদের চেইনের মাধ্যমে বোমা তৈরির সরঞ্জাম পায়। ময়মনসিংহে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার উদেশ্য ছিল তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব কথা স্বীকার করেছে।’
এদিকে ডিবির ওসি ইমারত হোসেন গাজী জানান, আটকের পর তাদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে আলাদা দুটি মামলা করেন কোতোয়ালি মডেল থানায়। মামলা তদন্ত করছেন ডিবির এসআই মনিরুজ্জামান।