সাতদিন ধরে নিখোঁজ গোসাইরহাটের স্কুলছাত্র
এক সপ্তাহেও শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মধ্যকোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মামুনকে খুঁজে পাওয়া যায়নি।
মামুন উপজেলার কোদালপুর ইউনিয়নের দেওয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলাম বেপারীর ছেলে। নিখোঁজের ঘটনায় তিনি গোসাইরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন এনটিভি অনলাইনকে বলেন, গত ১৮ মার্চ সকালে মামুন বাড়ি থেকে স্কুলে যায়। মধ্যাহ্ন বিরতির পর বাড়ি গিয়ে খাবার খেয়ে আবার স্কুলের দিকে রওনা দেয়। এরপর আর বাড়িতে ফেরেনি। স্কুল ছুটির পর মামুন বাড়িতে না ফেরায় প্রথমে পরিবারের লোকজন স্কুলের শিক্ষক ও তাঁর সহপাঠীদের কাছে খোঁজখবর নেয়। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও মামুনকে পাওয়া যায়নি।
ওসি জানান, ‘সহপাঠী ও স্কুলের শিক্ষকরা জানান, টিফিনের বিরতির পর মামুন আর স্কুলে যায়নি। থানায় সাধারণ ডায়েরি করার পর খবর নিয়ে জানতে পারি, ছেলেটি মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আমরা উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রেখেছি।’
এদিকে মামুনকে না পেয়ে তার মা আছমা বেগম বারবার অচেতন হয়ে পড়ছেন। মামুনের বাবা রফিকুল ইসলাম বেপারী এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার কোনো শত্রু নেই। আমার ছেলেকে কেউ গুম করবে এ বিশ্বাসও করি না। আমার ছেলেটিকে ফিরে পাওয়ার জন্য আমি সবার সহযোগিতা চাই।’