মহিউদ্দিনের স্ত্রীর দাফন সম্পন্ন

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের স্ত্রী ফজিলাতুন্নেছা বেগমের জানাজা আজ সোমবার সকালে মুন্সীগঞ্জ শহরের কালেক্টরেট ভবনের সামনের মাঠে অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের লোকজন অংশ নেন। ছবি : মঈনউদ্দিন সুমন

মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের স্ত্রী ফজিলাতুন্নেছা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কোর্টগাঁও এলাকায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শহরের কালেক্টরেট ভবনের সামনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ফজিলাতুন্নেছার জানাজা হয়। এতে সর্বস্তরের লোকজন অংশ নেন। 

রোববার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৬৭ বছর বয়সে ফজিলাতুন্নেছার মৃত্যু হয়। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে তাঁর প্রথম জানাজা হয়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমবেদনা জানিয়েছেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসভবনে গিয়ে মহিউদ্দিন আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান। রাত ১০টার দিকে ফজিলাতুন্নেছার মরদেহ মুন্সীগঞ্জের কোর্টগাঁও এলাকার বাড়িতে আনা হলে আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।