চাঁদপুরে কারেন্ট জালসহ ২০ জেলে আটক

Looks like you've blocked notifications!

চাঁদপুরের মেঘনা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে দুই লাখ মিটার কারেন্ট জালসহ ২০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লে. হাসানুর রহমানের নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য এম এম হোসেন, এসসিপিওর একটি অপারেশন দল বুধবার ভোরে মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কারেন্ট জাল দিয়ে জাটকা নিধনের দায়ে পদ্মার দুলার চর ও সুরেশ্বর এলাকা থেকে ২০ জেলে ও দুই লাখ মিটার  কারেন্ট জাল জব্দ করে।

জব্দকৃত জালগুলোর আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ২০ জেলে ও জব্দকৃত দুই লাখ মিটার কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী লে. হাসানুর রহমান বলেন, জাটকা নিধন প্রতিরোধ এবং নৌপথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।