চায়ের কাপে কীটনাশক, ২৬ জন হাসপাতালে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কনে দেখার অনুষ্ঠানে ভুলবশত কীটনাশক দিয়ে তৈরি করা চা পান করে ২৬ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাহার ইউনিয়নের বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ ব্যক্তিদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন দিলীপ চন্দ্র রায় (৩৬), ফণীভূষণ (৪০), বিমল (৫৫), রেখা রানী (৪০), মুকুল রায় (১৩), বাবুল রায় (৪০), মেয়ের বাবা স্বশোধর রায় (৪৫), মেয়ের মা আরতি রানী (৪০), নীরব (৫), পাত্র আপন রায় (২৯), রিমন রায় (১০) ও কনের দাদা তৈলক্ষ্য রায় (৭৫)।
আহত সবাইকে প্রাথমিকভাবে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কনের দাদা তৈলক্ষ্য রায়ের (৭৫) অবস্থার অবনতি হয়। তাঁকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জাকিরুল ইসলাম সুইডেন জানান, গতকাল সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার চওড়া দলুয়াপাড়া এলাকার আপন রায় কনে দেখতে ১২ জন আত্মীয়সহ বালাপাড়া গ্রামের স্বশোধর রায়ের বাড়িতে যান। আলাপ-আলোচনার মধ্যে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়। এর মধ্যে ছিল চিড়া, দই ও চা। ভুলবশত কীটনাশককে চা পাতা মনে করে তৈরি করা হয় চা। এর কিছুক্ষণ পরই সবারই গলা ও বুক জ্বালাপোড়া শুরু হয়। মুহূর্তেই বর-কনে উভয় পক্ষের ২৬ জন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সোনাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রহিমুল ইসলাম বুলবুল কনে দেখার অনুষ্ঠানে কীটনাশক দিয়ে তৈরি করা চা পানে ২৬ জনের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা বিকাশ চন্দ্র রায় প্রাথমিকভাবে এটি খাদ্যে বিষক্রিয়া বলে উল্লেখ করেছেন। তিনি জানান, অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কারো ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।