সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

Looks like you've blocked notifications!
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মঙ্গলবার বিকেলে বৈঠকে বসেন নেতারা।এনটিভির পুরোনো ছবি

সিলেট জেলায় আহূত পরিবহন ধর্মঘট আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত স্থগিত করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।

এ বিষয়ে আজ সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের কথা রয়েছে বলেও জানান ফলিক।

সাউথ সুরমা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দায়েরকৃত মামলা প্রত্যাহার না হওয়ায় বুধবার সিলেটের পরিবহন মালিক-শ্রমিক আয়োজিত এক সমাবেশে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। ওই দিন দুই দফা দাবিতে সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দেন পরিবহন মালিক ও শ্রমিকরা। দাবিগুলো হলো—শ্রমিকদের পক্ষে দায়েরকৃত মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও সাউথ সুরমা ফিলিং স্টেশনের দায়েরকৃত মামলা প্রত্যাহার।

পরিবহন মালিক ও শ্রমিকরা জানান, সাউথ সুরমা সিএনজি অ্যান্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ অন্যান্য নেতাকর্মীর বিরুদ্ধে গত মঙ্গলবার থানায় মামলা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক অভিযোগ এনে এ মামলা দিয়ে শ্রমিকদের হয়রানি করার চেষ্টা চলছে। এ মামলা প্রত্যাহার না করায় শুক্রবার থেকে ধর্মঘট পালিত হওয়ার কথা ছিল।

এ বিষয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেছিলেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হওয়ায় এবং তাঁর নিজের দেওয়া অভিযোগ নথিভুক্ত না করায় এ ধর্মঘট পালিত হবে।