কুষ্টিয়ায় দুর্নীতি ও প্রতারণার অভিযোগে দুই শিক্ষক গ্রেপ্তার
কুষ্টিয়ায় দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার দুপুরে দুই শিক্ষককে আদালতে সোপর্দ করলে শুনানি শেষে তাঁদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিন এবং শিক্ষক নিয়োগ দেওয়ার নামে প্রতারণা করে বিভিন্নজনের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিরাজ আলীকে গ্রেপ্তার করেছে দুদক।
জালাল উদ্দিন সদর উপজেলার কোর্টপাড়ার বাসিন্দা। অন্যদিকে দিরাজ আলী দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া গ্রামের বাসিন্দা।
দুদকের আইনজীবী এস এম আমিরুল ইসলাম জানান, দায়িত্ব পালনকালে কুষ্টিয়া শহরের সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিনের বিরুদ্ধে প্রতারণা করে সাত লাখ ৬৮ হাজার ৬৬০ টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় এবং বড়গাংদিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিরাজ আলীর বিরুদ্ধে বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।