কুষ্টিয়ায় বাসচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৬
কুষ্টিয়া শহরতলির ত্রিমোহনী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন নারীসহ আরো ছয়জন।
আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সেলিম (৩২) কবুতর ব্যবসায়ী ছিলেন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের প্রয়াত খলিল হোসেনের ছেলে।
দুর্ঘটনায় আহত ছয়জন হলেন—গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট গোলাম আজম, শ্যামল কুমার, সাহিদা খাতুন, চম্পা খাতুন ও পাপিয়া খাতুন। তাঁদের মধ্যে সাহিদা, চম্পা ও পাপিয়ার বাড়ি মিরপুরের রানাখড়িয়ায়। গোলাম আজমের বাড়ি একই উপজেলার সাহেবনগরে, গিয়াসের বাড়ি বহলবাড়িয়া আর শ্যামল কুমারের বাড়ি নিমতলায়। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহনী এলাকায় কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ছয় যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুতবেগে ঘটনাস্থল ছাড়ার সময় সাইকেল আরোহী সেলিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।