গোপালগঞ্জে মৌ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

Looks like you've blocked notifications!
মেধাবী ছাত্রী মৌ হত্যার বিচার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। ছবি : এনটিভি

গোপালগঞ্জে মেধাবী কলেজছাত্রী কুয়াশা জামান মৌ-এর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় মৌর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধন শেষে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এতে নিহতের পরিবারের সদস্য, সহপাঠীরা অংশ নেন।

গত ১৪ এপ্রিল শহরের ইসলামপাড়ার বাসায় সরকারি বঙ্গবন্ধু কলেজের মেধাবী ছাত্রী এইচএসসি পরীক্ষার্থী কুয়াশা জামান মৌকে তাঁর স্বামী জীবন শেখসহ শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে বলে অভিযাগ করেন বাবা এস এম ফারুক উজ্জামান। দুই বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার চরপুকুরিয়া গ্রামের নাসির শেখের ছেলে জীবন শেখের সঙ্গে মৌর বিয়ে হয়। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।